এদিন কৈলাস বিজয়বর্গীয় জানান তৃণমূল থেকে লোক দলে দলে ঢুকছে বিজেপিতে। অনেক জায়গাতেই যা নিয়ে বিস্তর গণ্ডগোল তৈরি হয়েছে। কোনও এলাকায় দীর্ঘদিন ধরে বিজেপি করে আসা লোকজন অভিযোগ করেছেন, যাঁরা তৃণমূলের হয়ে তাঁদের ওপরে হামলা চালিয়েছে, তাঁরাই এখন বিজেপিতে যোগ দিচ্ছেন। যা নিয়ে কোনও কোনও জায়গায় বিক্ষোভও হয়েছে। যোগদান সভা ভণ্ডুলও হয়েছে। তাই এবার অনেকটাই সতর্ক বিজেপি নেতৃত্ব। যাঁরা বিজেপিতে যোগ দেওয়ার আবেদন করেছেন, তাঁদের মধ্যে কাকে নেওয়া হবে, আর কাকে নেওয়া হবে না, তা পর্যালোচনা করছে বিজেপি।
অন্যদিকে এদিন দিলীপ ঘোষ জানান কাঁথির বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন। এব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সবার জন্য বিজেপির দরজা খোলা। তবে ইতিমধ্যেই অধিকারী পরিবারের মেজো ও ছোট ছেলে শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। দিলীপ ঘোষ আরও দাবি করেছেন, অনেকেই বিজেপিতে যোগ দিতে চাইলেও মামলার ভয়ে পিছিয়ে যাচ্ছেন।
No comments:
Post a comment