বিজেপির দাবি, ইতিমধ্যে দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। নতুন করে মুখ্যমন্ত্রীর এহেন বার্তার মানে কি? প্রশ্ন বঙ্গ বিজেপির। কার্যত এই ইস্যুতেই মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ সানিয়েছেন শুভেন্দু। এছাড়াও তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু আরও বলেছেন, ‘ব্যালটের বান্ডিল বদলে জোড়াফুল করত। আমি তৃণমূলে ছিলাম, জানি কীভাবে সব হত। জেলা থেকে তোলার টাকা পৌঁছত কলকাতায় আর তোলাবাজ ভাইপোর দল চাকরি দিয়েছে।
এছাড়াও তিনি জানান কৃষক নিধি সম্মান থেকে কেন বঞ্চিত বাংলার চাষিরা? বিজেপি এলে আয়ুষ্মান ভারত চালু হবে বাংলায়। বিজেপি জিতবেই বাংলায়। অন্যদিকে, গত পঞ্চায়েত নির্বাচনে গণনায় কারচুপি করে পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলা পরিষদ দখল করেছে তৃণমূল। রবিবার পুরুলিয়ায় রোড শোয়ে অংশ নিয়ে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
No comments:
Post a comment