এদিন সুরেন্দ্র জৈন বলেন, ‘বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরের ঘটনা অত্যন্ত দুভার্গ্যজনক। আমি জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ায় ফ্র্যান্সকে সমর্থন করার ঘটনায় হিন্দুদের ঘর-বাড়িতে আগুন জ্বালানো, মন্দির ভাঙা, মহিলাদের ওপর অত্যাচার করা হল। এর থেকেই বোঝা যায় মুসলিম দেশে হিন্দুদের অবস্থা কি! মৌলবাদ দমন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় ফ্রান্সকে সমর্থন করাকে কেন্দ্র করে হিন্দুদের ওপর আক্রমণ নেমে এসেছে বাংলাদেশে। এ প্রসঙ্গেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর কড়া বার্তা দিয়ে বলেন এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।
হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক মহলে সোচ্চার হয়েছে ভিএইচপি। এমনটা জানিয়ে সুরেন্দ্র জৈন বলেন, ‘ধারাবাহিকভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। বাংলাদেশে পরিকল্পিত ভাবে জেহাদিরা হিন্দু শূন্য করার পরিকল্পনা করেছে। বিষয়টি নিয়ে আমরা মোদি সরকারকে জানিয়েছি। আমি প্রধানমন্ত্রী হাসিনাকে সর্তক করে বলছি, পাকিস্তান আপনাদের সঙ্গে একাত্তরে বর্বরতা দেখিয়েছে তা আপনারা ভুলে গিয়েছেন? আমরা কিন্তু ভুলিনি। সেদিন বাংলাদেশের হিন্দুরা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিলেন। কিন্তু তাঁরা আপনাদের সঙ্গে থেকে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। প্রধানমন্ত্রী হাসিনা আপনি জেহাদিদের কর্মকাণ্ডে লাগাম টানুন’।
No comments:
Post a comment