এদিকে নিজের অবস্থান থেকে একচুলও সরে আসছেন না দিলীপ ঘোষ। তাঁর দাবি ' পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতি চলছে। আমাদের ১২০ জন কর্মীকে হত্যা করা হয়েছে এখনও পর্যন্ত। দুর্গাপুজোর সময় ৫ থেকে ৬ জনকে খুন করা হয়েছে। গতকাল কাঁথিতে বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। ' পাশপাশি তাঁর দাবি , তাঁর গাড়িতে হামলা নতুন ঘটনা নয়। এর আগেও ৫-৭ বার একই ঘটনা ঘটেছে রাজ্যে।
দিলীপ ঘোষের দাবি বাংলার বিভিন্ন বুথে বিজেপিকে বাড়তে দেখে হিংসা বাড়াচ্ছে শাসকদল। তিনি বলেন, ' আমার গাড়ি, সভাপতি, পর্যবেক্ষক হামলার শিকার। ' তিনি সাপ জানান, ইঁট, মারা হয়েছে, গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, 'এটা নতুন কিছু নয়। এছাড়াও এদিন দিলীপ ঘোষ মনে করিয়ে দেন যে দিল্লির বিজেপি হেডকোয়ার্টার থেকে প্রধানমন্ত্রীর দেওয়া বার্তাতেও ছিল রাজ্যে বিজেপি কর্মীদের খুনের কথা। দিলীপ ঘোষ স্পষ্ট জানান বিজেপিকে আটকানোর চেষ্টা চলছে । হিংসার রাজনীতির কথা প্রধানমন্ত্রীও উল্লেখ করেছেন।'
No comments:
Post a comment