টিটাগড়ের তরুণ বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে গ্রেফতার ২ জন মুসলিম। তাদের নাম মহম্মদ খুররম এবং গুলাব শেখ। সিআইডি প্রথমে মহম্মদ খুররমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু অসংঙ্গতি ধরা পড়ায় তাকে গ্রেফতার করা হয়। এদিকে এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই খুনের ধারা দেওয়া হয়েছে।
এনআরএস-এ ময়নাতদন্তের পর সোমবার সন্ধেয় দেহ তুলে দেওয়া পরিবারের হাতে। প্রায় ২০ ঘন্টা পর পরিবার দেহ হাতে পায়। দেহ নিয়ে রাজভবনের দিকে যাত্রা শুরু হতেই পুলিশ বাধা দেয়। পরে মণীশ শুক্লার বাবা-সহ ৪ জনের প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। অন্যদিকে মৃতদেহ সোজা পৌঁছে যায় টিটাগড়ে। মৃতদেহ এলাকায় পৌঁছতেই পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। পরে রাতের দিকে রাসমণি ঘাটে নিহত নেতার শেষকৃত্য সম্পন্ন হয়।
No comments:
Post a comment