বাংলা দখলে এবার তরুণ নেতাকে ময়দানে নামাচ্ছে বিজেপি। বিজেপির নবনিযুক্ত যুব মোর্চার প্রধান তেজস্বী সূর্য বৃহস্পতিবার মমতার রাজ্যে আসছেন যুবকদের ন্যায়বিচার দিতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় নবান্ন ঘেরাওয়ে তিনিও সৌমিত্র খানের পাশে থাকবেন। 'নবান্ন চলো' র্যা লিতে অংশ নেবেন। বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি হিসাবে এটি তেজস্বীর প্রথম প্রতিবাদ সমাবেশ হবে।
১৫ দিন আগে তাঁকে নিয়োগ করা হয়েছিল বিজেপির ওই পদে। এসএসসি ও টেট নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বচ্ছতার অভাব, বেকার যুবকদের চাকরি নিশ্চিত করতে সরকারের অক্ষমতা, বিভিন্ন পরীক্ষায় বয়সের সীমা বৃদ্ধিতে ব্যর্থতা-সহ সাত দফা অ্যাজেন্ডা তৈরি করেছে বিজেপি। এই প্রতিবাদ মিছিলেই বাংলায় প্রথম পদযাত্রায় অংশ নিতে আসছেন বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য। তেজস্বী ও সৌমিত্র দুই নেতা বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ হাওড়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন। বিজেপির দাবির মধ্যে উল্লেখযোগ্য পিএসসিকে দুর্নীতি থেকে মুক্ত করা এবং নিয়োগ প্রক্রিয়া সহজীকরণ করা।
No comments:
Post a comment