তিন অভিযুক্তের মধ্যে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি নিজেও আদিবাসী বলে জানা গিয়েছে। অভিযোগকারিণী জানিয়েছেন, ধর্ষণের সময় চারজনের মুখই গামছা দিয়ে ঢাকা ছিল। নির্যাতিতার অভিযোগ অনুসারে, নদনঘাট থানা এলাকার সাকড়া গ্রামে যখন ওই মহিলা প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত সাড়ে ১০ টা নাগাদ বাইরে বের হন, তখনই এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে বাইরে থেকে ফেরার সময় তাঁর ঘাড়ে ধারালো অস্ত্র ধরে ওই মহিলা সহ চারজন। এরপর তাঁকে টেনে নিয়ে মাঠে গিয়ে গণধর্ষণ করে তিন অভিযুক্ত ও অপর মহিলা তাঁদের সহায়তা করে বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, তিনি কোনওক্রমে তাঁদের কাছ থেকে পালিয়ে ধানক্ষেতেরই অন্য এক জায়গায় লুকিয়ে পড়েন। পরে অভিযুক্তরা চলে গেলে তিনি বাড়ি ফিরে সব ঘটনার কথা জানান। বুধবার সকালে নির্যাতিতাকে কালনা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।
No comments:
Post a comment