করোনা পরিস্থিতিতে দিল্লি থেকেই নিজের সংসদীয় এলাকা আসানসোলে নজর রাখছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। কী কী করতে হবে, তারও নির্দেশ তিনি দলের নেতাদের দিচ্ছিলেন। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ নয়াদিল্লি-হাওড়া এসি স্পেশাল ট্রেনে আসানসোল স্টেশনে নামেন বাবুল সুপ্রিয়।
বিজেপি নেতা খুনের প্রসঙ্গে বাবুল বলেন, 'রাজ্যে আইন-শৃঙ্খলা নেই এটা আমরা অনেকদিন ধরেই বলে আসছি। এখানে একমাত্র রাষ্ট্রপতি শাসন বা ৩৫৭ ধারা প্রয়োজন। তা আমরা বারবার দাবি করে আসছি। ৮ মাসেরও বেশি সময় পরে সোমবার আসানসোলে ফিরে ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লা সহ রাজ্যের একাধিক বিজেপি নেতার মৃত্যু ঘটনা নিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানান তিনি।
এদিন তিনি তার কলোনির ফ্ল্যাটে যাননি। আসানসোলেই একটি হোটেলে আসেন। তিনি জানান, আমি ও আমার সঙ্গী চারজনের করোনা পরীক্ষা করে তারপরেই আমার ফ্ল্যাটে যাবো। তারপর আমার দলীয় কর্মসূচি শুরু করব। আপাতত হোটেলে থেকে দলের নেতাও কর্মীদের সঙ্গে কথা বলব। আর যেখানেই যাবো, সঙ্গে মাস্ক নিয়ে যাব। যদি দেখি, কারোর মাস্ক নেই তাকে তা দিয়ে মুখে পড়তে বলবো।
No comments:
Post a comment