তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। বৃহস্পতিবার গভীর রাতে ব্যাপক বোমাবাজি হয় ওই এলাকায়। দু’পক্ষের বোমাবাজিতে মৃত্যু হয়েছে এলাকার দু’জন। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের দামোদরচকে অশান্তি বাধে তৃণমূলের দুই গোষ্ঠীর। ক্রমেই তা সংঘর্ষের চেহারা নেয়। এরপরই এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু করে দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায় সেই সময়ই জখম হয় বছর পনেরোর শেখ আজাহার আলি ও বছর আটত্রিশের নাসিম শেখ। অশান্তির খবর পেয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেও চলে বোমার লড়াই। দীর্ঘক্ষণের চেষ্টায় শান্ত হয় এলাকা। এরপর জখম হওয়া যুবককে হাসপাতালে নিয়ে গেলেও তাঁদের প্রাণে বাঁচানো যায়নি। গোষ্ঠীকোন্দলের জেরে নিরীহ দু’জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। যদিও গোষ্ঠীকোন্দলের কথা মানতে নারাজ কেশপুরের তৃণমূল ব্লক সভাপতি উত্তম ত্রিপাঠী। তাঁর কথায়, “এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
No comments:
Post a comment