২০১৯ লোকসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ বলেছিলেন, ঊনিশে হাফ একুশে সাফ হবে তৃণমূল কংগ্রেস। ২০২১-এর আগে সেই বার্তাই ফের একবার মনে করিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেইসঙ্গে তিনি পরিসংখ্যান তুলে ধরলেন আসন্ন বিধানসভা নির্বাচনের। পরিবর্তনের বার্তায় তিনি জানালেন তৃণমূলের ভোট কোথায় গিয়ে দাঁড়াবে।
দিলীপ ঘোষ বলেন, ২০১৯-এর ভোটেই আমরা দেখিয়ে দিয়েছি শক্তি। আমরা প্রায় অর্ধেক আসন দখল করে নিয়েছি আমাদের লক্ষ্য মতোই। তৃণমূল ৪২-এ ৪২ টার্গেট করে মাত্র ২২টি আসন পেয়েছে। লোকসভার পর থেকে বাংলা জয়ের লক্ষ্যে আমরা যেভাবে এগোচ্ছি, তাতে তৃণমূলের সঙ্গে আমাদের ভোটের ব্যবধান কমেছে। ২০১৯-এ তৃণমূল ভোট পেয়েছিল ২ কোটি ৪৭ লক্ষ। আর বিজেপি পেয়েছিল ২ কোটি ৩০ লক্ষ। সেই বিচারে মাত্র ১৭ লক্ষ ভোটের ব্যবধান ছিল শাসক তৃণমূলের সঙ্গে। আমরা সেই ব্যবধান মুছে ফেলার চেষ্টা করছি। আমাদের বিশ্বাস আমরা সেই ব্যবধান মুছে ফেলতে সম্ভবপর হচ্ছি।
দিলীপ ঘোষের কথায়, আসন্ন বিধানসভা নির্বাচনে ২ কোটির নিচে নেমে যাবে তৃণমূলের ভোটপ্রাপ্তির সংখ্যা। বিজেপি সেক্ষেত্রে অনেক ভোট বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ২০০ আসন। সেই টার্গেট ছুঁতেও আমরা সফল হব। সম্প্রতি ভার্চুয়াল ব়্যালিতে আমরা যে সাড়া পেয়েছি এবং তৃণমূল যেভাবে পিছিয়ে পড়েছে, তাতে আমাদের বিশ্বাস বেড়ে গিয়েছে।বিজেপি রাজ্য সভাপতি বলেন, একুশে জুলাই তৃণমূল যে ভার্চুয়াল ব়্যালি করেছে তা আমদের ছোটখাটো ভার্চুয়াল ব়্যালিকেও টেক্কা দিতে পারবে না। অমিত শাহ যে ভার্চুয়াল ব়্যালি করেছিলেন সেখানে লাইভে ছিল ৪১ হাজার মানুষ। মোট ১ কোটি ৩৯ লক্ষ লোক এই ভার্চুয়াল ব়্যালিটি দেখেছেন। আর তৃণমূলের একুশে জুলাইয়ের ব়্যালি ১৬ হাজার মানুষ লাইভ দেখেছে।
No comments:
Post a comment