২০২১-এর তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ভাঙ্গন ধরিয়ে দিল বিজেপি। তৃণমূল যখন সংগঠন শক্তিশালী করতে বিরোধী শিবিরে ভাঙন ধরাচ্ছেন, তখন বিজেপি চুপিসারে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাল। সংখ্যালঘুদের নিজেদের দিকে টেনে তৃণমূলকে মোক্ষম চ্যালেঞ্জ ছুড়ে দিল বিজেপি। হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ভেঙে চার শতাধিক কর্মী যোগ দিলেন বিজেপিতে।
হাওড়া গ্রামীণ জেলা বিজেপির কার্যালয়ে এই দলবদল অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলার সভাপতি শিবশঙ্কর বেজ, রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন প্রমুখ। তাঁরা যোগদানকারী রাজনৈতিক কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন। এতদিন বিজেপির গায়ে ভুল ধারনা সেঁটে দিয়েছিল বিরোধীরা। কিন্তু সেই ধারনাকে ভুল প্রতিপন্ন করেছেন সংখ্যালঘু কর্মীরা। তাই বহুসংখ্যক তৃণমূল কর্মী ছুটে আসছেন বিজেপির দিকে।
এদিন তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম ছেড়ে বিজেপিতে নাম লেখান সংখ্যালঘু কর্মীরা। সংখ্যালঘু সমর্থকদের এই দলবদলে বিপুল উৎসাহী বিজেপি। কেননা বিজেপি মনে করছে, সংখ্যালঘু কর্মীরা গেরুয়া শিবিরে আসায় তৃণমূলের ভ্রু কুঁচকে যাবে। তৃণমূলের ভোটব্যাঙ্কে এর প্রভাব পড়তে বাধ্য। আরও কর্মীরা আসবেন, নেতা আসবেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার ভোট-অঙ্কে তা প্রভাব ফেলবেই।
No comments:
Post a comment