দেশের অর্থনীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করতে কয়েকটি স্কিম প্রয়োগ করা প্রয়োজন৷ আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি টুইট করে লেখেন , মনরেগা ও ন্যায় প্রকল্পগুলির বাস্তবায়ন করা প্রয়োজন৷ দেশের দারিদ্র ও বেকারত্ব দূরীকরণে এই প্রকল্পগুলি আনা প্রয়োজন৷ মনরেগা হল মহাত্মা গান্ধি ন্যাশানাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট৷ ন্যায় হল কংগ্রেসের প্রস্তাবিত ন্যূনতম আয় যোজনা৷ এরপর কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী আরও লেখেন, 'স্যুট-বুট-লুট সরকার কি গরিবদের দুঃখ বুঝতে পারবে?' পাশাপাশি টুইটের সঙ্গে একটি মনরেগা প্রকল্পের চাহিদার গ্রাফও আপলোড করেছেন কংগ্রেস সাংসদ৷
शहर में बेरोज़गारी की मार से पीड़ितों के लिए MGNREGA जैसी योजना और देशभर के ग़रीब वर्ग के लिए NYAY लागू करना आवश्यक हैं। ये अर्थव्यवस्था के लिए भी बहुत फ़ायदेमंद होगा।— Rahul Gandhi (@RahulGandhi) August 11, 2020
क्या सूट-बूट-लूट की सरकार ग़रीबों का दर्द समझ पाएगी? pic.twitter.com/jR6mqI96S7
করোনা মহামারী চলায় ক্রমবর্ধমান কাজের চাহিদা ও সুযোগকে বাড়াতে কেন্দ্রকে মনরেগা প্রকল্পটিকে প্রয়োগের অনুরোধ জানিয়েছে কংগ্রেস৷ এদিন রাহুল টুইট করে লেখেন, 'এই দুটি প্রকল্প প্রয়োগ করলে দেশের অর্থনীতির জন্য তা লাভজনক হবে৷ মনরেগা প্রকল্পটি শহরাঞ্চলে যাদের চাকরি নেই , বেকার, তাদের ক্ষেত্রে সুবিধা হবে৷ এছাড়াও ন্যায় প্রকল্পটি চালু করলে দেশের গরিব মানুষদের উপকার হবে৷ করোনা প্যানডেমিকের জন্য দেশজুড়ে চলছে লকডাউন৷ কংগ্রেস দেশের গরিবদের সাহায্যার্থে কেন্দ্র সরকারকে প্রতিটি জন ধন, পেনশন ও প্রধানমন্ত্রী কিষান অ্যাকাউন্টে ৭৫০০ টাকা করে দেওয়ার জন্য দাবি জানিয়েছে৷
এর আগে, ২০১৯ ভোটের সময় কংগ্রেস বলেছিল, লোকসভা ভোটে জিতলে ন্যায় স্কিমটির বাস্তবায়ন করা হবে৷ লকডাউনের ফলে গ্রামীণ অর্থনীতির চাকা যেন থমকে না যায়, সে জন্য গত ২০ এপ্রিল থেকে মনরেগা প্রকল্প চালু করার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। তবে করোনা সংক্রমণের এই সময় সেই মনরেগা প্রকল্পেই বড় পরিমাণের অর্থ বরাদ্দের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
No comments:
Post a comment