চিনের সীমানায় প্রবল হারে পারদ চড়ছে। লাদাখকে চিন শান্ত পরিস্থিতির আওতায় ফেললেও ভারত যে যুদ্ধ প্রস্তুতিতে কোনও কসরৎ ছাড়ছে না , তা বলাই বাহুল্য। আর তার মাঝেই ভারতীয় সেনা অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন রণসজ্জায় তৈরি করতে চলেছে। শত্রু নিধনে এই মুহূর্তে ব্যস্ত ভারত। আর সে কারণেই ইজরায়েলের হেরন ইউএভির সঙ্গে লেজার গাইডেড বম্ব জুড়ে দিয়ে বিষাক্ত মারণাস্ত্রের দিকে ঝুঁকছে সেনা। বিপক্ষের দিকে এই মারণাস্ত্র তাক করা নিয়ে মাস্টার প্ল্যানে রয়েছে দিল্লি।
জানা গিয়েছে 'প্রজেক্ট চিতা' নামের এই প্রকল্প বহুদিন ধরেই ভারতীয় সেনার মাস্টার প্ল্যানে রয়েছে। যার জেরে ৩৫০০০ কোটি টাকার খরচ পড়ছে বলে খবর। এই প্রকল্পের আওতায় ৯০ টি হেরন ড্রোনকে নতুন করে রণসজ্জায় সাজানো হবে। ৯০ টি হেরন ড্রোনের সঙ্গে লেজার গাইডেড বম্ব থাকবে। ফলে অভীষ্ট লক্ষ্যে গিয়ে শ্কতরুনিধন করবে ইজরাায়েলের ড্রোনগুলি। এই ড্রোনগুলির শত্রুকে খুঁজে বের করার ক্ষমতা অনেক বেশি।
ইতিমধ্যেই চিন সীমান্তে প্রবল নজরদারি শুরু করেছে ভারত। যার জন্য ড্রোনের নজরদারির মোকাবিলা অত্যন্ত প্রয়োজনীয়। আর সেই ড্রোন দিয়েই চলছে সীমান্তের নজরদারি।
No comments:
Post a comment