সুইডেনের মালমো সহরে কুরআন নিয়ে অশান্তি ছড়িয়ে পরার পর প্রতিবেশী দেশ পোল্যান্ডের সাংসদের বয়ান চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটি টিভি চ্যানেলের সাথে কথা বলার সময় পোল্যান্ডের সাংসদ ডোমিনিক তর্কানস্কি বলেন, মুসলিম শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি আছে বলেই পোল্যান্ড এখনো সুরক্ষিত আছে। উনি বলেন, আমরা ২০ লক্ষের বেশি ইউক্রেন শরণার্থীদের শরণ দিয়েছি, তারা এখনো শান্তিপূর্ণ ভাবে কাজ করে চলছে।
গোটা বিশ্বের মুসলিম দেশ গুলো পোল্যান্ড কে ইসলাম বিরোধী আখ্যা দেয়। তবে আমরা আমাদের দেশে একটিও মুসলিম শরণার্থী কে ঢুকতে দেব না! কোরআন জ্বালানোর প্রতিবাদে সুইডেনের এক শহরকে জ্বালিয়ে দিলো উন্মাদী ভিড় এতে আহত বহু পুলিশ কর্মী, গ্রেফতার ১৫ জন এছাড়াও লুট হয়েছে বহু সম্পত্তি। উনি বলেন, আমরা একজন মুসলিম শরণার্থী কেও দেশে ঢুকতে দিই নি। যার ফলে আমাদের দের সুরক্ষিত রয়েছে। ইতিহাস সাক্ষী মুসলিমরা যে যে দেশে গিয়েছে সেই দেশে অশান্তি দাঙ্গার সৃষ্টি হয়েছে। তাই জেনে বুঝে আমরা এই অশান্তির সম্প্রদায় কে জায়গা দেব না।
No comments:
Post a comment