বিজেপির নতুন স্লোগানকে সামনে রেখে দেবের গড়ে ভাঙন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলায় ১০০ টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এইসব পরিবারগুলি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি অনুগত ছিল। লোকসভা নির্বাচনে ঘাটাল আসন তৃণমূলে দখলে ছিল। কড়া প্রতিদ্বন্দ্বিতা ছুঁড়ে দিয়েছিলেন ভারতী ঘোষ। যদিও তিনি পরাজিত হন। সেই পরিস্থিতিতে অভিনেতা দেবের সংসদীয় ক্ষেত্রে এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই দলবদলে এলাকায় বিজেপির শক্তি বাড়ল।
বিজেপিতে যোগ দেওয়া ঘাটালের বাসিন্দারা এলাকায় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলেছে। অন্যদিকে কংগ্রেস ও বামদলগুলি থেকে যাওয়া কর্মী সমর্থকরা বলছেন তাদের দল দিশা দেখাতে পারছে না। ৭ অগাস্ট আমার পরিবার বিজেপি পরিবার কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই কর্মসূচিতে রাজ্যব্যাপী ৩ কোটি বিজেপি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বিজেপি কিছুতেই চায় না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মিশন সফল হোক। তাই দিল্লিতে বসেই অমিত শাহ পরিকল্পনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর।
No comments:
Post a comment