হিন্দুদের বহু প্রতীক্ষিত শ্রী রাম মন্দিরের ভূমি পূজন হতে চলেছে আগামী ৫ই ডিসেম্বর। বিশ্বের লাখো কোটি ধর্মপ্রাণ হিন্দু এতে খুশি হলেও বামপন্থীরা আছে আগের মতোই। এক SFI নেতা ফেসবুকে শ্রী রাম মন্দির নিয়ে আপত্তিজনক পোস্ট করলেন। সেই পোস্ট করার ফলও পেলেন হাতেনাতে। তাঁর সেই পোস্ট দেখে ক্ষুব্ধ স্থানীয়রা মারধর করলেন ওই বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকে। ঘটনা কোচবিহার জেলার তুফানগঞ্জে। স্থানীয়দের হাতে মার খাওয়া ওই বামপন্থী ছাত্র নেতার নাম অমৃত আর্য্য।
জানা গিয়েছে, অমৃত আর্য্য বর্তমানে ডাক্তারির ছাত্র। সে SFI-এর তুফানগঞ্জ লোকাল কমিটির সভাপতি। সে গত মঙ্গলবার ফেসবুকে পোস্ট করে যে, দেশে যে সময় করোনা মহামারীর কারণে লোকে হাসপাতালে বেড পাচ্ছেন না, সেসময় হাজার হাজার কোটি টাকা খরচ করে রাম মন্দির বানানোর কোনো দরকার নেই। সেই পোস্ট নজরে আসার পর স্থানীয় কিছু মানুষ ক্ষুব্ধ হন। তাঁরা ওই বামপন্থী ছাত্রকে মারধর করেন, এমনই অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্র।
No comments:
Post a comment