শাহ-ধনখড়ের আজকের সাক্ষাৎকারকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। ঘটনাচক্রে এ দিনই শাহের সঙ্গে দেখা করেছেন রাজ্যের তিন সাংসদ বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী ও রাজু বিস্ত এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। চোপড়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে সরব হয়েছেন তাঁরা। পর্যবেক্ষকদের জল্পনা আরও উস্কে দিয়েছে সন্ধ্যায় শাহের সঙ্গে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বৈঠকে। এমন কথা জানায়নি সরকারি কোনও সূত্রই। সরকারি ভাবে একে সৌজন্য সাক্ষাৎই বলা হচ্ছে।
শাহের সঙ্গে ধনখড়ের প্রায় এক ঘণ্টা বৈঠক প্রসঙ্গে কলকাতার রাজভবন থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে: ‘রাজ্যপাল আজ অমিত শাহকে জানিয়েছেন, তিনি এক বছর হল পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে সেখানে গিয়েছেন। সংবিধানের ১৫৯ ধারায় বর্ণিত রাজ্যপালের কর্তব্য মেনেই পশ্চিমবঙ্গের মানুষের ভাল করার জন্য তিনি শপথ নিয়েছেন। কিন্তু তাঁর সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে।’ কিন্তু প্রশ্ন উঠেছে, শাহের কাছে এ কথা বলার প্রয়োজন হল কেন? রাজভবন বা স্বরাষ্ট্র মন্ত্রক— কোনও সূত্রেই তার ব্যাখ্যা মেলেনি।
পরে রাতে টুইট করে ধনখড় জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যপ্রশাসনের ব্যর্থতার যে দিকগুলি তুলে আলোচনা হয়েছে সেগুলি হল, করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি ও মৃত্যুহার বেড়ে যাওয়া, আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়া, বিরোধীদের পরিকল্পিত ভাবে নিশানা করা ও আমপান-ত্রাণে প্রবল দুর্নীতি। রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজভবন। তাদের বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের পরিস্থিতি খাদের কিনারায় চলে আসায় রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে বাধ্য হয়েছেন।
রাজ্যপালের পরে আজ বিকালের শাহের সঙ্গে দেখা করেন বিজেপির বঙ্গ নেতারা। বৈঠকের শেষে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, চোপড়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। স্বপন দাশগুপ্ত বলেন, আইনশৃঙ্খলার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। রাজ্যের ব্যর্থতার বিষয়গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে। তবে তিনি পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল।
No comments:
Post a comment