করোনামুক্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। আপাতত ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে সাংসদকে। গত শুক্রবার টুইটে লকেট জানিয়েছিলেন, তিনি করোনা আক্রান্ত। এর পর বিজেপির অন্দরে আতঙ্ক ছড়ায়। মিটিং মিছিল বন্ধ করে দেন দলের শীর্ষনেতারা। তবে বেশিদিন ‘লড়াকু নেত্রী’ লকেটকে কাবু করে রাখতে পারল না করোনা।
উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করানোর প্রায় ১ সপ্তাহ আগেই নিজেকে হোম আইসোলেশনে রেখেছিলেন লকেট। আর বাড়ি ফিরে এদিন লকেট বলেন, করোনা হলে ভয় পাবেন না। আর উপসর্গ থাকলে লুকাবেন না। লকেটের করোনা আক্রান্ত হওয়ার খবরে তাঁর আরোগ্য কামনা করে ফুলের তোড়া পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংসদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ফোন আসে প্রধানমন্ত্রীর দফতর থেকে।
No comments:
Post a comment