লাদাখ ইস্যু নিয়ে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে ভারত ও চিনের মধ্যে। এই আবহে এতদিন হংকং নিয়ে মুখ খুলে নি ভারত। তবে এবার বেজিংকে আরও চাপে ফেলতে হংকং ইস্যুতে নতুন ছক কষছে ভারত। হংকংয়ের জন্য চিনের নয়া জাতীয় নিরাপত্তা আইনকে হাতিয়ার করে কূটনৈতিকভাবে বেজিংকে প্যাঁচে ফেলার পথে হাঁটল নয়াদিল্লি। হংকংয়ের বিষয়ে ভারত এই প্রথমবার রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য পেশ করল। ভারত জানিয়ে দিল, স্বশাসিত হংকংয়ে প্রচুর ভারতীয় বসবাস করেন। তাই হংকংয়ের সাম্প্রতিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত।
জেনেভায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি রাজীব কে চান্দের বলেন, ‘এই নতুন বিষয় নিয়ে আমরা একাধিক বিবৃতি শুনেছি ও উদ্বেগ প্রকাশ করেছি। আমাদের আশা, চীন এই মতামত বিবেচনা করবে এবং সঠিকভাবে, গুরুত্বের সঙ্গে ও নিরপেক্ষভাবে সেগুলির সমাধান করবে। এদিকে কয়েকদিন আগেই করাচি স্টক এক্সচেঞ্জ হামলায় কেঁপে উঠেছিল পাকিস্তান। আর সেই হামলার নেপথ্যে ভারতের হাত রয়েছে বলে ভিত্তিহীন অভিযোগ তোলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর ভিত্তিতেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ওই হামলার নিন্দায় একটি বিবৃতি পেশ করার প্রস্তুতি শুরু করে চিন। তবে ভারত বিরোধী সেই বিবৃতি একজোট হয়ে আটকে দিল আমেরিকা ও জার্মানি।
No comments:
Post a comment