রাজারহাটে দিলীপ ঘোষের ওপর হামলা প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, ভারতীয় যুব মোর্চা পশ্চিমবঙ্গ সরকারকে দেখিয়ে দিতে প্রস্তুত তারা কী করতে পারে। যখন থানার ওসিদের কাছে অভিযোগ করতে যাওয়া হয়, তখন ওসিরা বলেন, ওপরের চাপ আছে। পুলিশ দিলীপ ঘোষের হামলাকারীদের গ্রেফতার না করলে তারা তৃণমূলের মন্ত্রীদের ঘর ঘেরাও করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। মন্ত্রীদের গাড়ি ঘিরে বিক্ষোভ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দিলীপ ঘোষের গাড়ির কাঁচ ভেঙে হামলাকারীরা শান্তিতে থাকবে এমনটা কোনভাবে হতে দেব না হুঁশিয়ারি দেন সৌমিত্র খাঁ।
সৌমিত্র খা আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগুন নিয়ে খেলবেন না। তিনি বলেন, একদিকে মুখ্যমন্ত্রী সর্বদল বৈঠক করবেন, আর অন্যদিকে দিলীপ ঘোষের ওপর হামলা করা হবে, কাউকে গ্রেফতার করা হবে না, তা চলতে পারে না। আমরা এর শেষ দেখে ছাড়বো হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র। এছাড়াও তিনি বলেন, দলের পাশাপাশি দিলীপ ঘোষ অনুমতি দিলে সারা পশ্চিমবঙ্গে বন্ধের ডাক দেওয়া হবে। তিনি বলেন, যুব মোর্চা দেখিয়ে দেবে বন্ধ কীভাবে সফল করতে হয়।
No comments:
Post a comment