গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে বিনামূল্যে নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল-ডাল দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক আশঙ্কা প্রকাশ করেছেন মোদীজি যতই ৯০ হাজার কোটি টাকা বরাদ্দ করুন, রাজ্যে মমতা সরকার থাকতে মানুষের কল্যাণে তা পৌঁছবে না।রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, এফসিআইয়ের গোডাউন থেকে এখানকার নোডাল এজেন্সি হিসেবে রাজ্য সরকার চাল সংগ্রহ করবে। কিন্তু তা মাধঝপথেই হাতবদল হয়ে যাবে, খোলা বাজারে বিক্রি হয়ে যাবে। তৃণমূলের পার্টি অফিসে চলে যাবে ওই চাল। তৃণমূলের ক্যাডাররা ত্রাণ হিসেবে তা দিয়ে মানুষের কাছে বাহবা কুড়াবে।
সায়ন্তন বলেন, প্রধানমন্ত্রী চাল, ডাল, ছোলা, আটার বন্দোবস্ত করতে পারেন। কিন্তু বণ্টন তো রাজ্য সরকারকে করতে হবে। সেখানেই সমস্যা। রাজ্য সরকার বণ্টণ করতে পারেনি। আমরা দেখেছি, কোভিড বা আম্ফানের সময় চাল চোর হিসেবে নাম কিনেছে তৃণমূল। ভালো চালের সঙ্গে খারাপ চাল মিলিয়ে দিয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের কথায়, এই কঠিন সময়ে আবার প্লাস্টিক আটাও আমদানি করেছে তৃণমূল। প্লাস্টিক আটাকে বাজারে আনার মতো ঘটনা ঘটেছে এই সময়ে। এখনও ঘটে চলেছে। আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি কিন্তু আমরা চিন্তিত।
No comments:
Post a comment