বিজেপিতে ১৩ মাস কাটিয়ে তৃণমূলে ফিরেছেন দক্ষিণ দিনাজপুর তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র। এ প্রসঙ্গেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর সাফ কথা, যাঁরা ফিরে যাচ্ছেন তাঁর ১০ শতাংশের মধ্যে পড়ে, বাকি ৯০ শতাংশই বিজেপিতে রয়ে গিয়েছেন। রানাঘাটের বিজেপি সাংসদের কথায়, এখন আমরা আর নেতাদের গুরুত্ব দিচ্ছি না, বরং প্রতিদিন সাধারণ মানুষ হাজারে হাজারে যোগদান করছে।
তিনি আরও জানান, প্রতিদিনই যোগদানের অনুষ্ঠান লেগেই রয়েছে। এখন করোনা আবহে আমরা যোগদান বন্ধ রেখেছি। মানুষ এখন ঘুরে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতি সমস্ত বিশ্বাসই তারা হারিয়ে ফেলেছেন। জগন্নাথবাবু বলেন, শুধু করোনা কমতে দিন, তারপর দেখবেন আম্ফানের মতো ঝড় উঠবে। দলে দলে বিজেপিতে যোগ দেবে। আম্ফান যেমন বড় বড় গাছকে এক ধাক্কায় ভেঙে দিয়েছিল, তেমনই তৃণমূলেও বড় বিপর্যয় নেমে আসবে। ওই দলটাই আর থাকবে না।
তাঁর কথায় স্পষ্ট, বাংলার মানুষ চাইছে পরিবর্তন। তাঁরা বুঝতে পেরে গিয়েছেন তৃণমূলের পক্ষে সুশাসন আনা সম্ভব নয়। একমাত্র বাংলাকে সোনার বাংলা রূপে গড়তে পারে বিজেপি। মানুষ তাই বিজেপির দিকে আসছেন। তাই আমরা আর নেতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছি না। বাংলার মানুষ আমাদের সঙ্গে রয়েছেন আমরা আদর্শ নিয়ে দল করি। আমাদের দলে শুধু একটা খুঁটি নয়, অনেকে রয়েছে। তাই মতপার্থক্য থাকতেই পারে। গঠনগত আলোচনা হলে তো মতপার্থক্য ঘটবেই। এছাড়া কোনও কোন্দল নেই। মুকুল রায়ই আসন্ন বিধানসভা লড়াইয়ের সেনাপতি। তাঁর হাতেই তৃণমূল সৃষ্টি, আর তাঁর হাতেই ধ্বংস হবে।
No comments:
Post a comment