করোনার আবহেও অপারেশন লোটাস জারি রেখেছে বিজেপি। গুজরাটে বেশ কয়েকজন বিধায়ককে তাই রিসর্টে স্থানান্তরিত করল কংগ্রেস। ১৯ জুনের রাজ্যসভা নির্বাচনের আগে বিজেপির 'অপারেশন লোটাসে'র ধাক্কায় ইতিমধ্যে তিন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন। তারপরই মোদী-রাজ্য গুজরাটে কংগ্রেসী বিধায়কদের সরিয়ে গোপন স্থানে রেখে দেওয়া হল। ৩ জুন অক্ষয় প্যাটেল এবং জিতু চৌধুরী পদত্যাগ করেন কংগ্রেস থেকে। এরপর ব্রিজেশ মিরজার পদত্যাগের ফলে ১৮২ সদস্যের বিধানসভায় কংগ্রেসের শক্তি হ্রাস পেয়ে ৬৫ হয়ে গিয়েছে।
.
গুজরাট বিধানসভায় কার্যকরী শক্তি বর্তমানে ১৭২-এ দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে উত্তর গুজরাটের বেশ কয়েকজন বিধায়ককে বনসকণ্ঠ জেলার আমবাজির নিকটবর্তী একটি রিসর্টে স্থানান্তরিত করা হয়েছে। সৌরাষ্ট্র অঞ্চলের বিধায়করা রাজকোটের একটি রিসর্টে স্থানান্তরিত হয়েছে। কংগ্রেস জানিয়েছে, গুজরাতের চারটি রাজ্যসভা আসনের নির্বাচনের দিন পর্যন্ত বিধায়করা ওই রিসর্টগুলিতে থাকবেন। কংগ্রেসের শীর্ষ নেতারা বিধায়কদের সঙ্গে মত বিনিময় করবেন এবং বর্তমান পরিস্থিতি এবং আসন্ন রাজ্যসভা নির্বাচন নিয়ে আলোচনা করবেন।
No comments:
Post a comment