বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার। জল্পনা ছিলই এই প্রাক্তন বাম সাংসদ নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার বিজেপির ভার্চুয়াল সভার পর যোগদান করলেন তিনি। এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তাঁর হাতে তুলে দেন দলীয় পতাকা। কিছুদিন আগেই সল্টলেকে দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে দেখা করেন জ্যোতির্ময় সিকদার। তারপরেই প্রাক্তন অ্যাথলিটের বিজেপিতে যোগ প্রসঙ্গে শুরু হয়ে যায় জোর জল্পনা। যদিও সে বিষয়ে সরাসরি মুখ খুলতে দেখা যায়নি জ্যোতির্ময় সিকদারকে।
.
এদিকে রাজ্যে বামেদের পায়ের নিচের মাটি প্রায় হারিয়ে গেছে, এমনটা ভালই আচ করতে পারছিলেন প্রাক্তন সিপিএম সাংসদ। প্রসঙ্গত অবসর নেওয়ার পর আচমকাই রাজনীতিতে চলে আসেন জ্যোতির্ময়ী শিকদার। ২০০৪ সালে কৃষ্ণনগরে দলের প্রার্থী নির্বাচনে যখন দলের কোন্দল চরমে, তখন দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেন এমন একজন দলের হয়ে লড়ুক যিনি সম্পূর্ণভাবে অরাজনৈতিক৷ তখনই সিপিএময়ের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস সোনাজয়ী অ্যাথলিটের জ্যোতির্ময়ী শিকদারের সঙ্গে কথা বলেন, তিনিও রাজি হয়ে যান৷ ২০০৪ সালে কৃষ্ণনগর থেকে লড়ে তিনি সাংসদ নির্বাচীত হন৷
.
এরপর বিধানসভা ভোটে সোনারপুর উত্তর কেন্দ্র বামপ্রার্থী হয়ে লড়েন তিনি। সেবারেও হেরে যান জ্যোতির্ময়ী শিকদার৷ প্রাক্তন এই সিপিআইএম সংসদের স্বামী দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার পরই দলের সঙ্গে বাড়ছিল দূরত্ব। তারপরেও রাজনৈতিক লড়াই চালিয়ে যান তিনি৷ যে দলের হয়ে এতদিন প্রতিদ্বন্দ্বিতা করে এসেছেন সেই দলেই এবার নাম লেখালেন৷ জ্যোতির্ময়ী শিকদারের এই সিদ্ধান্তে হতবাক সিপিএম৷
No comments:
Post a comment