দেশে চিনা পণ্য বয়কটের দাবি তোলা হয়েছে। কেন্দ্রীয় সরকার চিনের বহু অ্যাপ নিষিদ্ধ করেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর মেক ইন ইন্ডিয়াকে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর অভিযোগ ২০১৪ সালের পর থেকে চিন থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে। রাহুল গান্ধী বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বলেছেন, তথ্য মিথ্যা বলে না। বিজেপি বলছে, মেক ইন ইন্ডিয়া কিন্তু চিন থেকে পণ্য কিনছে।
.
টুইটারে রাহুল দেখিয়েছেন, কীভাবে ইউপিএ আমল থেকে এনডিএ আমলে চিন থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে। গ্রাফিক্সে রাহুল দেখিয়েছেন, ২০০৮ থেকে ২০১৪ চিন থেকে আমদানি যেখানে ১৪ শতাংশের নিচে ছিল, সেখানে এনডিএ শাসনের আমদানি বেড়ে হয়েছে ১৮ শতাংশের মতো। মোদী জমানায় ভারতের চিনের পণ্যের আমদানি ধাপে ধাপে বেড়েছে। ২০১৫-তে ১৩ শতাংশ থেকে বেড়ে হয় ১৪ শতাংশ। এরপর ২০১৬-তে ১৬ শতাংশ, ২০১৭-তে ১৭ শতাংশ, ২০১৮-তে ১৮ শতাংশ। রাহুল গান্ধী দেখিয়েছেন গ্রাফিক্স-এ।
No comments:
Post a comment