লকডাউন ও অর্থনীতি, মূলত এই দুই ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে বারবার আক্রমণ করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবারও তাঁর আক্রমণ অব্যাহত রইল। প্রধানমন্ত্রী মোদীর শাসনকালকে ‘শয়তান ২.০’ আখ্যা দেন রাহুল। তারপর বলেন, সরকারি মানুষদের অর্থ সাহায্য না করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে মোদী সরকার। রাহুল গান্ধী লকডাউনের শুরু থেকেই গরিবদের টাকা দেওয়ার পক্ষে প্রশ্ন করেছিলেন। এদিন তিনি ক্ষুদ্র শিল্পের দিকেও নজর ঘোরানোর চেষ্টা করেন সরকারের। গরিবদের অর্থ সাহায্য করার পাশাপাশি ক্ষুদ্র শিল্পকে বাঁচাতে সেখানেও সরাসরি টাকা ঢালার পরামর্শ দেন তিনি।
.
করোনা মহামারী যেই সময় ভারতে সর্বোচ্চ আকার নিচ্ছে সেই সময় লকডাউন প্রত্যাহার করে নেওয়া কেন্দ্রের সিদ্ধান্তকেও একহাত নেন তিনি। এদিন একটি ছবি টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে দেখা গিয়েছে লকডাউন পরবর্তী পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে ভারতের। লকডাউন সিদ্ধান্ত কার্যকরী করার পরে স্পেন, জার্মানি, ইটালি এবং ব্রিটেনে ভাইরাস সংক্রমণ নিম্নগামী হয়েছে। সেই পরিস্থিতিতে আনলক ১ পর্যায়ে সে দেশগুলি তুলনামূলক ভালো জায়গায় রয়েছে। কিন্তু ভারতের ক্ষেত্রে তা সম্পূর্ণ উল্টো। লকডাউন পরবর্তী পরিস্থিতি থেকে আনলক পর্যন্ত ভারতের ভাইরাস সংক্রমণের হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
No comments:
Post a comment