প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে শুভেচ্ছা বার্তা টুইট করলেন। পোস্টে তিনি বিশ্বকে আরও সমৃদ্ধ করে তুলতে জীববৈচিত্র্য রক্ষার জন্য জনগণের প্রতি আবেদন জানিয়েছেন। এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম জীববৈচিত্র্য। প্রধানমন্ত্রী তাঁর টুইট বার্তায় লেখেন, 'আমাদের গ্রহের এই সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণের প্রতিশ্রুতি ফের এখবার মনে করতে হবে আমাদের। আসুন আমরা যাদের সাথে পৃথিবী ভাগ করে নিয়েছি সেই উদ্ভিদ এবং প্রাণীদের সংরক্ষণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে যথাসাধ্য চেষ্টা করি। যাতে আসন্ন প্রজন্মের জন্য আমরা আরও উন্নততর গ্রহ রেখে যেতে পারি।
On #WorldEnvironmentDay, we reiterate our pledge to preserve our planet’s rich biodiversity. Let us collectively do whatever possible to ensure the flora and fauna with whom we share the Earth thrive. May we leave an even better planet for the coming generations. pic.twitter.com/nPBMthR1kr— Narendra Modi (@narendramodi) June 5, 2020
.
এবছর বিশ্ব পরিবেশ দিবসের থিম হল জীববৈচিত্র। বেশিরভাগ ক্ষেত্রেই জীববৈচিত্র বলতে শুধুমাত্র গাছপালা, জীবজন্তু ও অনুজীবকেই বুঝি। কিন্তু জীববৈচিত্র মানে শুধু এগুলিই নয়, জীববৈচিত্রের মধ্যে রয়েছে প্রতিটি প্রজাতির মধ্যে আলাদা আলাদা জিনগত পার্থক্য। অর্থাৎ, কোনও শস্যের বিভিন্ন ধরন বা কোনও প্রাণীর বিভিন্ন ধরন, এইসবই রয়েছে জীববৈচিত্রের মধ্যে। পাশাপাশি বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র যেমন, জলাশয়, জঙ্গল, মরুভূমি বা চাষের জমি; এগুলিও জীববৈচিত্রের অন্তর্গত।
No comments:
Post a comment