করোনা আবহের মধ্যেই বাংলায় একুশের বিধানসভা ভোটকে টার্গেট করে এগোেত শুরু করেছে বঙ্গ বিজেপি। তার প্রস্তুতিতেই দলের সেনাপতি অমিত শাহ সভা করবেন। আত্মনির্ভর জনসভা নাম দিয়ে ভার্চুয়ালি ব্রিগেড চলোর ডাক দিয়েছে বিজেপি। তাতে ফেসবুক, টুইটার, ইউটিউবে প্রায় ১০ লাখ মানুষ সামিল হবে। বঙ্গ বিজেপির দাবি অমিত শাহের এই ভার্চুয়াল সভায় প্রায় ১০ লাখ মানুষ অংশ নেবেন। ফেসবুক, টুইটার ইউটিউবের সাহায্য নেওয়া হবে এই ভার্চুয়াল জনসভার জন্য। বিজেপির আইটি সেল সব প্রস্তুতি সেরে ফেলেছে। ৯ জুন সকাল ১১টা থেকে শুরু হবে অমিত শাহের এই সভা।
.
মোদী সরকার ২.০-র সাফল্য তুলে ধরাই এই জনসভার মূল উদ্দেশ্য বিজেপির। সেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং সাফল্যের কথা তুলে ধরে রাজ্য সরকারের ব্যর্থতা গুলি প্রকট করে তুলতে চান দিলীপ ঘোষরা। আগেই রাজ্য সরকারের একাধিক ব্যর্থতাকে তুলে ধরে ৯ দফা চার্জশিট পেশ করেছে বিজেপি। একুশের বিধানসভা ভোট আসতে আর বেশি দেরি নেই। হাতে গোনা কয়েকটা মাস মাত্র। করোনার জেরে অনেক কিছুই থমকে গিয়েছে কিন্ত আর বেশি সময় নষ্ট করতে চায় না রাজ্য বিজেপি। তাই কোমর বেঁধে নেমে পড়েছেন দিলীপ ঘোষরা। আগামী ৯ জুন বঙ্গ বিজেিপ ব্রিগেড চলো ডাক দিয়েছে। তাতে ভার্চুয়ালি সভা করা হবে। বক্তা অমিত শাহ।
No comments:
Post a comment