দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। কেন্দ্রের আনলক ওয়ান ঘোষণার পরে দেশ জুড়ে আরও দ্রুতগতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরজন্য মোদি সরকারকেই দায়ী করেছেন কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। এব্যাপারে অধীর চৌধুরী কেন্দ্র তথা প্রধানমন্ত্রীকে উপদেশও দেন। তিনি বলেন অবস্থা বোঝার জন্য ভার্চুয়াল থেকে একচুয়ালে নামতে হবে। অধীর এমন দিনে কেন্দ্রকে আক্রমণ করলেন, যেদিন সারা দেশে আক্রান্ত সংখ্যা ৩ লক্ষ পেরিয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ হাজারের কাছে।
.
অধীর চৌধুরী অভিযোগ করেছেন, লকডাউন লাগু করার মতোই লকডাউন থেকে বেরনোর উপায়েও আকষ্মিকতা ও অপেশাদারিত্ব দেখিয়েছে কেন্দ্র। যার ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে আক্রান্তের সংখ্যা এমনভাবে এগোচ্ছে, যাতে তা বিশ্বে প্রথমস্থান দখল করার জন্য অগ্রসর হচ্ছে বলে কটাক্ষ করেছেন তিনি। সারা বিশ্বে এখন আক্রান্তের নিরিখে চতুর্থস্থানে রয়েছে ভারত। বিশ্বে আক্রান্তর সব থেকে বেশি আমেরিকায়। এরপরেই রয়েছে ব্রাজিল। তারপরেই রয়েছে রাশিয়া। মৃত্যুর নিরিখেও আমেরিকার রয়েছে সব থেকে আগে। আমেরিকায় এখন আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ।
No comments:
Post a comment