জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পাশাপাশি সাধারণ মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এব্যাপারে টুইটারে সক্রিয় প্রাক্তন কংগ্রেস সভাপতি। হ্যাশট্যাগ স্পিক আপ এগেনস্ট ফুয়েল হাইক দিয়ে টুইট করেছে রাহুল। সেখানে তিনি জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন। জ্বালানির মূল্যবৃদ্ধি একদিন বন্ধ থাকার পর সোমবারে ফের পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির হয়।
.
এদিন পশ্চিমবঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে কংগ্রেস। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। তাদের সঙ্গী গয়েছে বামেরা। ৩০ জুন থেকে ৫ দিন দেশের প্রতিটি ব্লকে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও রাহুল গান্ধী একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, জনগণের ক্ষতের ওপর নুন মাখাচ্ছে সরকার। এমন একটা পরিস্থিতিতে এই মূল্যবৃদ্ধি করা হচ্ছে, যেসময় মানুষ হয় বেকার না হলে বেতন পাচ্ছেন না। ভিডিও-তে বলা হয়েছে, গত ২১ দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে দেশকে লুট করছে কেন্দ্র। দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ অসহায়।
आइये #SpeakUpAgainstFuelHike campaign से जुड़ें। pic.twitter.com/oh8AEfqM3y— Rahul Gandhi (@RahulGandhi) June 29, 2020
No comments:
Post a comment