ভারত-চীন সীমান্ত বিবাদের কারনে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ইতিমধ্যেই তলানিতে ঠেকেছে। সেই আবহেই সম্প্রতি ভারত এবং রাশিয়াকে জি৭ বৈঠকে যোগ দেওয়ার তৎপরতা শুরু করেছে আমেরিকা। রাশিয়া এবিষয়ে তেমন গা না করলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে আলোচনা করেছেন। তাতেই যারপরনাই রুষ্ট চিন। চিনের তরফে এদিন স্পষ্ট হুঁশিয়ারি’ দিয়ে জানানো হল আমেরিকার সমর্থন নিয়ে ভারত যদি জি-৭ বৈঠকে অংশ নেয় তবে সেটা আগুন নিয়ে খেলার সমান হবে। এর জেরে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে ভারতকে।
.
চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত সংবাদ অনুযায়ী, রাশিয়া এবং অন্যান্য দেশ গুলিকে জি৭ বৈঠকের শামিল করে ট্রাম্প চাইছেন এটিকে জি১০ অথবা জি ১১ তৈরি করতে। এর জেরে উন্নত দেশগুলির সুবিধা হল ভারতের মতো দেশের ক্ষতি বেশি। চিনের দাবি আমেরিকা ও চিনের দল কে সামনে রেখে ট্রাম্পের এই পদক্ষেপ। চিনকে সমস্ত দিক থেকে দাবিয়ে রাখার প্রচেষ্টা। চীনের সংবাদ মাধ্যমে আরও জানানো হয়েছে, ভারতে বর্তমান সরকার ক্ষমতালোভী। জারজ ট্রাম্পের এই চাল তাদের নজরে আসছে না।
.
এর পাশাপাশি ভারত-চীন সীমান্ত দ্বন্দ্ব প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে চীনের তরফে জানানো হয়েছে, বারবার বন্ধুত্বপূর্ণ ব্যবহার সত্ত্বেও ভারত চিনকে শত্রু হিসেবেই মনে করছে। এরপরই ভারতকে সতর্ক করে চীনের দাবি, চীনকে বন্ধু হিসেবে মানলেই ভারতের ভালো, অন্যথায় শত্রু হলে তা বড় বিপদ ডেকে আনতে পারে। প্রসঙ্গত, গত রবিবার ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে চিনে তরফেই জানানো হয়েছিল এবং আমেরিকার ঠান্ডা লড়াই এর থেকে ভারতের দূরে থাকাটাই মঙ্গল জনক। অন্যথায় দুই দেশের মাঝখানে ঢুকলে তা ভারতের জন্য বিপদজনক হয়ে উঠতে পারে।
Rubbish News Paper and Admin
ReplyDelete