উওরপ্রদেশ গেরুয়া শিবিরকে আক্রমণ করতে গিয়ে পরিবারতন্ত্র তথা গান্ধী পরিবার তথা ঠাকুমা ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন । আক্রমন করে বলেন , , তিনি ইন্দিরা গান্ধীর নাতনি , তাঁকে কেউ কিছু করতে পারবে না , জনগনের সামনে সরকারের সত্যটা প্রকাশ করাই আমার কাজ। প্রসঙ্গত , উত্তরপ্রদেশের কানপুরে এক সরকারি হোমে ৫৫ জন কিশোরী করোনা পজেটিভ হয় , এর মধ্যে পাঁচজন কিশোরী গর্ভবতী ছিল । এই নিয়ে মহিলা সুরক্ষাকে রাজনীতি বানিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ করছেন প্রিয়ঙ্কা ।
এতে বিজেপি প্রিয়ঙ্কা গান্ধীর উপর অভিযোগ আনেন , পুরো সত্য না জেনে, ওই সরকারি হোম নিয়ে প্রিয়ঙ্কা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন । এই নিয়ে প্রিয়ঙ্কাকে নোটিস ধরায় উত্তরপ্রদেশ চাইল্ড রাইটস প্যানেল। তিন দিনের মধ্যে এই বিষয়ে জবাব চাওয়া হয়।
जनता के एक सेवक के रूप में मेरा कर्तव्य यूपी की जनता के प्रति है, और वह कर्तव्य सच्चाई को उनके सामने रखने का है। किसी सरकारी प्रॉपगैंडा को आगे रखना नहीं है। यूपी सरकार अपने अन्य विभागों द्वारा मुझे फिज़ूल की धमकियाँ देकर अपना समय व्यर्थ कर रही है।..1/2— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 26, 2020
.. जो भी कार्यवाही करना चाहते हैं, बेशक करें। मैं सच्चाई सामने रखती रहूँगी। मैं इंदिरा गांधी की पोती हूँ, कुछ विपक्ष के नेताओं की तरह भाजपा की अघोषित प्रवक्ता नहीं।..2/2— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 26, 2020
.
এর বিরুদ্ধ টুইটারে প্রিয়ঙ্কা লেখেন , তিনি জনসেবক হিসেবে কাজ করছেন । সত্যটা সামনে আনা আমার কর্তব্য, তিনি সরকারি কোন তত্ত্বের প্রচারক নন । উত্তরপ্রদেশ সরকার তাঁকে যে হুমকি দিয়ে খামোখা সময় নষ্ট করছে । যা পারে করুক ওরা। সত্যিটা সামনে তুলে আনবই। আমি ইন্দিরা গাঁধীর নাতনি।
No comments:
Post a comment