জরুরি অবস্থার থেকেও খারাপ পশ্চিমবঙ্গের অবস্থা। এমনটাই মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। এব্যাপারে তিনি সংবাদপত্রের সম্পাদককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি নিজের দলের কাজে পুলিশি বাধার অভিযোগ করেছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ পশ্চিমবঙ্গের প্রেসকে নুইয়ে দেওয়া হয়েছিল, এবার কোমর ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। এব্যাপারে তিনি রাজ্যের বহুল প্রচারিত সংবাদ পত্রের সম্পাদককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের কথা উল্লেখ করেন । তাঁর দাবি সত্য তুলে ধরতে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
.
দিলীপ ঘোষ আরও অভিযোগ করেন, জরুরি অবস্থার থেকেও অনেক খারাপ পশ্চিমবঙ্গের অবস্থা। তাঁদেরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। দক্ষিণ ২৪ পরগনার ঝড় বিধ্বস্ত এলাকায় দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে যেতে বাধা দেওয়ার ঘটনার কথা উল্লেখ করেন দিলীপ ঘোষ। এব্যাপারে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে রাস্তায় পুলিশের বাধার কথাও উল্লেখ করেন দিলীপ ঘোষ।
No comments:
Post a comment