রাজ্যে সরকারের বিরুদ্ধে করোনা সংক্রমণ নিয়ে ফের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি একটি ভিডিও টুইটারে পোস্ট করে বলেন, অন্য রাজ্য পারলেও পরিযায়ী শ্রমিকদের জন্য সঠিক বন্দোবস্ত করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। টুইটারে দিলীপ ঘোষের অভিযোগ, যদি দেশের অন্য রাজ্যগুলি পরিযায়ীদের ঘরে ফেরার ব্যাপারে সঠিক বন্দোবস্ত করতে পারে, ৯০ লক্ষ পরিযায়ীর কোয়ারেন্টাইনের বন্দোবস্ত করতে পারে, তাহলে কেন পশ্চিমবঙ্গ করতে পারবে না। এপ্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন রাজ্য সরকার ভাষণে এগিয়ে, কিন্তু কাজে পিছিয়ে।
If other states of this country can properly arrange for the return home and quarantine of 90 lakhs of migrant workers, then why is West Bengal failing to do so?— Dilip Ghosh (@DilipGhoshBJP) May 29, 2020
Is this the example of #EgiyeBangla ? pic.twitter.com/VljFJFDUFa
.
দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, যাঁরা ফিরছেন, তাঁদের কারও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। তার দাবি অন্যরাজ্যে পরিযায়ীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। দিলীপ ঘোষ বলেন, বাংলা থেকে বহু মুসলিম শ্রমিক বাইরের রাজ্যগুলিকে গিয়েছিল কাজের জন্য। এখন রাজ্য সরকার তাঁদের ফিরিয়ে আনতে চাইছেন না। অথচ তিনি মুসলিমদের রক্ষাকর্তা বলে দাবি করে থাকেন। এব্যাপারে মুসলিম সমাজকে ভাবার পরামর্শ দিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, মমতার পরিবারের কেউ এই সময় বাইরে নেই। সেই জন্যই তার ব্যথা কম। যদি পরিবারের কেউ থাকতেন তাহলে ব্যথা হত বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
No comments:
Post a comment