অযোধ্যায় রাম মন্দির নির্মাণক্ষেত্রে খননকার্যের সময় মিলেছে একাধিক পুরাতন মূর্তি ও সামগ্রী। এমনটাই জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। গত ১১ মে থেকে অযোধ্যায় খননকার্য শুরু হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসল জানান, খনন কার্যের সময় শিবলিঙ্গ, পাথরের তৈরি ফুল, কলস সহ একাধিক সামগ্রী মিলেছে।
.
ট্যুইটারে বিনোদ বানসাল লেখেন, ‘খুব ধীরগতিতে সেখানে কাজ চলছে। একাধিক বিধিনিষেধ রয়েছে। তবে আমরা নির্দিষ্ট সময়ান্তরে সমস্ত আপডেট দেব।’ শিবলিঙ্গ ছাড়াও আরও কিছু পুরাতন মূর্তি, কষ্টিপাথরের ৭টি পিলার, বেলে পাথরের ৬টি পিলার পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে।
श्रीराम जन्मभूमि पर श्रीराम जन्मभूमि तीर्थ क्षेत्र द्वारा भूमि समतलीकरण का कार्य 11 मई से प्रारम्भ हुआ है। जिसमें अनेक प्रकार की देवी देवताओं की खंडित मूर्तियां पुरावशेष, पुष्प कलश आमलक व दोरजाम्ब के पत्थर इत्यादि मिले हैं।#जय_श्रीराम pic.twitter.com/rfiMEpkPrQ— विनोद बंसल (@vinod_bansal) May 20, 2020
এছাড়াও ২০১৮ সালে আর্কিওলজিকাল সার্ভে ও ইন্ডিয়ার প্রাক্তন রিজিওনাল ডিরেক্টর কেকে মহম্মদ অযোধ্যায় একটেন্সিভ সার্ভে চালানোর পর জানিয়েছিলেন, বাবরি মসজিদের নীচে একাধিক ব্ল্যাক ব্যাসল্ট পাথরের নমুনা পাওয়া গেছে যা থেকে প্রমাণিত হয়, ওই স্থানে ‘মন্দির ছিল’। এছাড়া ওই পিলারে কলসের প্রতিকৃতি খোদাই করা ছিল। ওই পূর্ণ কলস হিন্দু স্থাপত্যে শুভ বলে বিবেচনা করা হয়।
.
উল্লেখ্য, লকডাউনের মাঝেই এমাসের শুরুতে অযোধ্যায় রাম মন্দির নির্মাণকার্য শুরু করার অনুমতি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপর থেকেই নির্দিষ্ট পরিমাণ শ্রমিক নিয়ে রাম মন্দিরের কাজ চলছে। ইতিমধ্যেই জমি সমান করা, কিছু এলাকা খোদাই করার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। গোটা প্রস্তাবিত মন্দির এলাকাই গার্ডরেল দিয়ে ঘেরা রয়েছে।
No comments:
Post a comment