গত দশ বছরে আয়লা, বুলবুল, নদী সংস্কার-সহ একাধিক খাতে রাজ্যকে ৩০৮৬ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। সেই টাকার হিসাব কোথায়?” মঙ্গলবার এই প্রশ্নই তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি, পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে রাজ্যের ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেকোন বিষয়ে টাকা দিয়ে বলতে শুরু করেন আবার শেষও করেন টাকা দিয়েই। কেন্দ্র টাকা দিচ্ছে না বলে তিনি বারবার সরব হন।
.
২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে ৩০৮৬ কোটি টাকা রাজ্যকে দিয়েছে কেন্দ্র। সেই অর্থের কোনও হিসাব নেই। টাকা খরচের অর্জিনাল সার্টিফিকেট দিতে পারছে না রাজ্য। অথচ মুখ্যমন্ত্রী খালি চিৎকার করছেন কেন্দ্র টাকা দিচ্ছে না। এদিন বিজেপি সাংসদ অভিযোগ করেন যে, সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস করা হচ্ছে শাসকদল তাতে যুক্ত রয়েছে। ফলে ঝড় এলে বারবার বিপন্ন হচ্ছে সুন্দরবন। ঝড় সহ্য করার শক্তি হারাচ্ছে। পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়েও এদিন রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছেন দিলীপ ঘোষ। বলেন, পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে আছেন। তাঁরা এতদিন রাজ্যে টাকা পাঠিয়েছেন। রেভিনিউ বেড়েছে। এখন রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে না। তাদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছেন। দিলীপ বাবুর দাবি, মাত্র ৩৫ হাজার শ্রমিক রাজ্যে ফিরেছে। এখনও কয়েক লক্ষ শ্রমিক ফেরার জন্য বসে রয়েছে।
No comments:
Post a comment