শিলিগুড়ি: লকডাউনের কারণে চলছিল না সংসার। অভাব থাকায় কিনতে পারছিলেন না চাল-ডাল। এই সুযোগ নিয়ে মাত্র দুই কেজি চাল দেওয়ার জন্য এক গৃহবধূকে ডেকে তাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শিলিগুড়ির ফুলবাড়ি সংলগ্ন পূর্বধনতলা এলাকার ঘটনা। ধর্ষণের শিকার হওয়া ওই গৃহবধূর অভিযোগ, সংসারে কিছু না থাকায় মুজিবর রহমান নামে এক ব্যক্তি দুই কেজি চাল দেওয়ার জন্য ডেকে পাঠায়। তারপর তাকে জোর করে ধর্ষণ করে।
.
ওই গৃহবধূ বয়ান অনুযায়ী জানা গিয়েছে, অভিযুক্ত মুজিবর এর আগে তার আপত্তিকর ভিডিয়ো তুলে রেখেছিল গোপনে। এদিন চাল দেওয়ার নাম করে ডেকে পাঠিয়ে সেই ভিডিয়ো দেখায় মুজিবর। নেট দুনিয়া ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে জোর করে ধর্ষণ করে সে। শুধু তাই নয়, কাউকে জানালে প্রাণে মেরে ফেলা দেওয়ার ভয়ও দেখায় অভিযুক্ত ব্যক্তি। এরপর মুজিবর পাশবিক অত্যাচার চালায় ওই মহিলার ওপর।
.
ঘটনার পর ওই গৃহবধূ নিউজলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে এখনও পর্যন্ত ধর্ষণে অভিযুক্ত মুজিবুর রহমান নামে ওই ব্যক্তি পলাতক। তার সন্ধান চালাচ্ছে পুলিশ।
No comments:
Post a comment