প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিতর্কের ঝড় তুলে দিয়েছেন। উনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন যে, ‘ আমার স্ক্যান্ডাল হবে না তো কার হবে? চা-ওয়ালা নরেন্দ্র মোদীর? কেউ দেখবে চা-ওয়ালার স্ক্যান্ডাল"।
যে পাতে খেলো সে পাতেই ছিদ্র করা শুরু করে দিল। ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবার জঘন্যতম ভাষায় মুখ খুললেন নোবেল। কিছুদিন আগেই তিনি কিছু মেয়েদেরকে ঘিরে কুকর্মের সাথে জড়িত ছিল। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় টিভি চ্যানেলের জনপ্রিয় শোতে তিনি গানের দুনিয়ায় পরিচয় অর্জন করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। বর্তমানে সেই ভারতকেই এখন অপমান করছে। ফেসবুকে সোশ্যাল পোস্টকে ঘিরে চলছে জনগণের মধ্যে ছি ছি।
তিনি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আপত্তি জাহির করেছিলেন। এমনকি উনি রবি ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সংগীত পাল্টানোরও দাবি করেছিলেন। এমনকি ওনার এই মন্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের লেখা গান বদলে ফেলার দাবিতে মিছিলও হয়েছিল
No comments:
Post a comment