আজ এক বছর পূর্ণ হচ্ছে দ্বিতীয় মোদি সরকারের। মহামারির আতঙ্কে জনসমাগম করে সেলিব্রেশনের উপায় নেই। তাই বলে তো আর বর্ষপূর্তির সেলিব্রেশনটা মাটি করা যায় না। তাই অনলাইনেই দ্বিতীয় মোদি সরকারের প্রথম বর্ষপূর্তির ‘এলাহি’ আয়োজন করছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, প্রথম এক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এই সরকার যেভাবে কাজ করেছে, তা ‘ঐতিহাসিক’। তাই, নিজেদের সাফল্যের কথা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চায় বিজেপি। গতবছর ৩০ মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি।
BJP to hold over 750 virtual rallies across the nation, to mark the completion of 1 yr of PM Narendra Modi-led central govt. National and state leadership to hold at least 1000 virtual conference. The party will also distribute face cover & sanitiser in all mandals, among others. pic.twitter.com/HdIQxscoUA— ANI (@ANI) May 25, 2020
.
বস্তুত, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। যা একইসঙ্গে ঐতিহাসিক, আবার বিতর্কিত। কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন পাস। রাম মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া থেকে একের পর এক সরকারি সংস্থায় বেসরকারি বিনিয়োগের আহ্বান। সব মিলিয়ে বেশ ঘটনাবহুল ছিল দ্বিতীয় মোদি সরকারের প্রথম বছর। নিজেদের সেইসব ‘সাফল্য’ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে বেশ কয়েকটি পরিকল্পনা করেছে গেরুয়া শিবির।
.
৩০ মে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৭৫০টি জনসভা করবেন বিজেপি নেতারা। সবটাই ভারচুয়াল। রাজ্য নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে এই জনসভাগুলিতে অন্তত ৭৫০ জন করে মানুষ হাজির করতেই হবে। বড় রাজ্যগুলি দুটি করে এবং ছোট রাজ্যগুলি একটি করে ভারচুয়াল জনসভার আয়োজন করবে। বাকিগুলি করবে কেন্দ্রীয় নেতৃত্ব। দেশজুড়ে আয়োজন করা হবে ১ হাজার সাংবাদিক বৈঠকের। সেগুলিও হবে অনলাইনেই। এছাড়া অন্তত ১০ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে লেখা চিঠি। যাতে ‘আত্মনির্ভর’ ভারতের বার্তা দেওয়া থাকবে।
No comments:
Post a comment