রাজ্যে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। যদিও এই অবস্থাতেও জারি থাকল রাজনৈতিক তরজা। করোনা সতর্কতায় এদিন ফের রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকি ঠিকমতো করোনা টেস্ট হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ডামাডোলের পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনীতি করছে বিরোধীদল গুলি। রাজ্য সরকার সবরকম ভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে।
.
মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা তুলে ধরেন তিনি। রাজ্যে সরকারের রিপোর্ট অনুযায়ী, আজ পর্যন্ত করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা ৫। করোনা আক্রান্তের সংখ্যা ৬৯। যদিও কেন্দ্রের রিপোর্টে অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯১।
.
এদিন এই দুই ধরনের রিপোর্ট প্রসঙ্গে সরব হন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এ বিষয়ে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের ঠিকভাবে করো না টেস্ট হচ্ছে না। রোগীর সংখ্যা কম দেখানো হবে বলে ঠিক করে টেস্ট হচ্ছে না। সরকারের আরও সচেতন হওয়া উচিত। নয়তো পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাবে।’
.
রাজ্য সরকারের গাফিলতির দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, ‘মেডিকেল কলেজকে করোনা হাসপাতাল করানো হবে বলে উদ্যোগ নেওয়া হলো। রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হলো। পরে আবার সিদ্ধান্ত বদল হলো। সাগর দত্ত হাসপাতালে ক্ষেত্রেও একই অবস্থা। প্রথমে বলা হয়েছিল করোনা হাসপাতাল হিসেবে নেওয়া হবে। পরে সিদ্ধান্ত বদল।’
No comments:
Post a comment