ভারতীয় জনতা পার্টির ৪০তম জন্মদিনে শুভেচ্ছাবার্তা মোদীর!
আজ থেকে ঠিক ৪০ বছর আগে জন্ম হয়েছিল ভারতীয় জনতা পার্টির। আজ, ৬ এপ্রিল, দলের জন্মদিনে সকল কর্মীদের শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, কর্মীরা সবসময় ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর এবং এতগুলি বছর ধরে পরিশ্রম করে চলেছেন।
.
এদিন সোশ্যাল সাইটে নিজের বক্তব্য রেখে মোদী বলেন, ‘বিজেপির প্রতিষ্ঠা দিবসে সমস্ত বিজেপি কর্মীদের অনেক অভিনন্দন। এই উপলক্ষে যারা তাদের রক্ত ও ঘামে দলকে জল দিয়েছে তাদের সকলকে আমার বিনীত শ্রদ্ধা। তাঁর কারণেই আজ বিজেপি দেশজুড়ে কোটি কোটি ভারতীয়দের সেবা করার সুযোগ পেয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ৪০তম জন্মদিন তখন পালন করছি যখন ভারত করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। আমি আমার সকল কর্মীদের আহ্বান জানাবো তারা যেন দলের সভাপতি জেপি নাড্ডার সমস্ত আদেশ মেনে চলেন এবং যাদের সাহায্য দরকার তাদের উপকারে লাগেন। এছাড়াও সোশ্যাল ডিসটেন্সিং সম্পর্কে মানুষকে বোঝান। চলুন ভারতকে করোনাভাইরাস মুক্ত করি।’
.
এদিন সোশ্যাল সাইটে নিজের বক্তব্য রেখে মোদী বলেন, ‘বিজেপির প্রতিষ্ঠা দিবসে সমস্ত বিজেপি কর্মীদের অনেক অভিনন্দন। এই উপলক্ষে যারা তাদের রক্ত ও ঘামে দলকে জল দিয়েছে তাদের সকলকে আমার বিনীত শ্রদ্ধা। তাঁর কারণেই আজ বিজেপি দেশজুড়ে কোটি কোটি ভারতীয়দের সেবা করার সুযোগ পেয়েছে।
.भाजपा के स्थापना दिवस पर @BJP4India के सभी कार्यकर्ताओं को बहुत-बहुत शुभकामनाएं। इस अवसर पर उन सबको मेरी विनम्र श्रद्धांजलि, जिन्होंने अपने खून-पसीने से पार्टी को सींचा। उनकी वजह से ही भाजपा को आज देशभर में करोड़ों भारतीयों की सेवा करने का अवसर मिला है। #BJPat40— Narendra Modi (@narendramodi) April 6, 2020
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ৪০তম জন্মদিন তখন পালন করছি যখন ভারত করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। আমি আমার সকল কর্মীদের আহ্বান জানাবো তারা যেন দলের সভাপতি জেপি নাড্ডার সমস্ত আদেশ মেনে চলেন এবং যাদের সাহায্য দরকার তাদের উপকারে লাগেন। এছাড়াও সোশ্যাল ডিসটেন্সিং সম্পর্কে মানুষকে বোঝান। চলুন ভারতকে করোনাভাইরাস মুক্ত করি।’
No comments:
Post a comment