সাতসকালে জম্মু কাশ্মীরে দুই জেহাদিকে খতম করল ভারতীয় সেনা, হোলিতে হামলা করার ছক ছিল তাঁদের
শ্রীনগরঃ জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) হোলির ঠিক একদিন আগে উপত্যকায় সন্ত্রাস ছড়ানোর জন্য জঙ্গিরা বড়সড় ষড়যন্ত্র কষেছিল। কিন্তু ভারতীয় সেনা তাঁদের এই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়। শোপিয়ানে জঙ্গি হানার ষড়যন্ত্র করা জঙ্গিদের সাথে ভারতীয় সেনার এনকাউন্টার চলছে।
Jammu & Kashmir: An encounter is underway between security forces and terrorists in Khajpura Reban area of Shopian District. More details awaited.— ANI (@ANI) March 9, 2020
.
এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দুই জঙ্গি খতম হয়েছে সেনার গুলিতে। আর এক জঙ্গিকে এখনো চারিদিক থেকে ঘিরে রেখেছে ভারতীয় সেনা। গ্রামের একটি বাড়িতে লুকিয়ে সেনার উপর লাগাতার গুলি চালাচ্ছে জঙ্গি। আপাতত সেনা আর পুলিশ গোটা গ্রামকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে।
.
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় সেনা গোপন সুত্রে খবর পেয়েছিল যে, কয়েকজন জঙ্গি শোপিয়ানের গ্রামে লুকিয়ে আছে। খবর পাওয়া যাচ্ছিল যে, হোলির দিলে তাঁরা বড়সড় হামলা চালাতে পারে। গোপন খবর পাওয়ার পর সেনা গোটা এলাকা ঘিরে ফেলে।
.
নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে, জঙ্গিরা সেনা উপর গুলি চালায়। সেনাও জঙ্গিদের গুলির জবাবে পাল্টা গুলি চালায়। আর সেনার এই এনকাউন্টারে খতম হয় দুই জঙ্গি।
No comments:
Post a comment