শহরে ফের করোনা ভাইরাসে আক্রান্ত, রাজ্যে সংখ্যা বেড়ে ২১!
রাজ্যে একই দিনে পরপর বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। এবার আরও এক করোনা আক্রান্ত ধরা পড়ল রাজ্যে। রবিবার এই নিয়ে তিনজন ধরা পড়ল। ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১।
.
সূত্রের খবর, করোনা আক্রান্ত এই ব্যক্তি কলকাতার বরানগরের নিয়োগীপাড়া লেনের বাসিন্দা। বয়স তাঁর ৬৬। বিগত ২৬ তারিখ থেকে লেকটাউনের ড্যাফুডিল নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। করোনা উপসর্গ স্পষ্ট থাকায় তাঁর লালারসের নমুনা পাঠানো হয় নাইসেডে। এদিন রাতেই রিপোর্ট আসে। জানতে পারা যায় এই প্রৌঢ়ও করোনা আক্রান্ত। তাঁর বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস আছে কিনা বা কারোর সংস্পর্শে গিয়েছিলেন কিনা তা এখনও জানা যায়নি।
No comments:
Post a comment