লকডাউন পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী! দেশবাসীর উদ্দেশ্যে করোনা রুখতে বার্তা মোদীর!
দেশে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত ভারতে কোভড-১৯ নামক এই মারণ ভাইরাসে আক্রান্ত কমপক্ষে ৩৯৬ জন। এই পরিস্থিতিতে দেশের সমস্ত নাগরিককে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সতর্কতা বজায় রাখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
.
করোনা ভাইরাস সংক্রমণ রুখতে যে লকডাউন জারি করা হয়েছে তার গুরুত্ব বুঝছে না দেশের অনেকেই। এরকমই আক্ষেপ প্রকাশ করে বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী। তিনি এদিন এই বিষয়ে এক টুইট বার্তায় লেখেন, 'করোনা ভাইরাসের বিধিনিষেধের মধ্যেও এখনও অনেকে এই পরিস্থিতিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন না।'
.
প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে রবিবার দেশ জুড়ে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। জনতা কার্ফুর ডাক দিয়ে দুই দিন আগেই প্রধানমন্ত্রী মোদী দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ রেখেছিলেন। এরপর শনিবার সন্ধ্যায় তিনি এক টুইট বার্তায় আবেদন করেন, 'যিনি যে শহরে আছেন, সেখানে থাকুন। অন্য কোথাও যাওয়া থেকে বিরত থাকুন।'
.
তবে দেখা যায়, রবিবার সারা দিন রাস্তা ঘাট প্রায় ফাঁকা থাকলেও বিকাল পাঁচটার পর রাস্তায় নেমে পড়েন বহু লোক। এর জেরে অনেক বিশেষজ্ঞই উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তবে আর সকাল থেকে বিকেল পর্যন্ত বাড় থেকেই বা কী লাভ হল। জনতা কার্ফুর এই প্রয়োগের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আরও বড় মাপের লকডাউনের পথে হাঁটতে চলেছে সরকার। সামাজিক দূরত্ব তৈরি করতে ইতিমধ্যেই ৩১ মার্চ পর্যন্ত কার্যত লকডাউনে চলে গিয়েছে দেশ। কলকাতা, দিল্লি, মুম্বই সহ দেশের ৮৪টি জেলায় এই লকডাউন কার্যকর হবে। তবে মানুষ সচেতন হলে তবেই তা ফলপ্রসূ হবে।
No comments:
Post a comment