করোনা ভাইরাসে ভারতে মৃত আরও ১! এবার ঘটনাস্থল তামিলনাড়ু!
২৪ মার্চ থেকে দেশ জুড়ে করোনার জেরে লকডাউন ঘোষিত হয়েছে। আর ২৫ মার্চ সকাল হতেই করোনার জেরে ফের মৃত্যু সংবাদ উঠে এলো। এবার ঘটনাস্থল তামিলনাড়ু। যেখানে এক ৫৪ বছরের ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তবে কোভিড ১৯ আক্রান্ত ব্যক্তির কোনও বিদেশ সফরের ইতিহাস নেই বলে আপাতত জানা গিয়েছে। এই নিয়ে ভারতে মৃতের সংখ্যা দাঁড়াল ১১ জন।
#update: Despite our best efforts, the #COVID19 +ve Pt at MDU, #RajajiHospital, passed away few minutes back.He had medical history of prolonged illness with steroid dependent COPD, uncontrolled Diabetes with Hypertension.@MoHFW_INDIA @CMOTamilNadu #Vijayabaskar— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 24, 2020
.
তামিলনাড়ুর মাদুরাইতে এই ৫৪ বছরের ব্যক্তিকে ঘিরে গত কয়েয়দিন ধরেই বেশ কিছু তথ্য উঠে আসছিল। কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে ওই ব্যক্তি বহুদিন ধরেই আশঙ্কাজনক পরিস্থিতিতে ছিলেন। এদিকে. বিদেশে যাওয়ার তাঁর কোনও ইতিহাস না থাকায় ব্যক্তির দেহে করোনা সংক্রমণ নিয়ে নানাবিধ জল্পনা ওঠে। প্রশ্ন ওঠে তাহলে কি ভারত কমিউনিটি ট্রান্সমিশনের দিকে এগিয়ে যাচ্ছে? যদিও সরকারের তরফে এমন কোনও বার্তাই নিশ্চিত করা হয়নি।
.
তামিলনাড়ু সরকার জানিয়েছেন, হাইপার টেনশন, ডায়াবেটিস সহ একাধিক অসুস্থতা ব্যক্তির দেহে ছিল। বহুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তারপরই কোভিড ১৯ পজিটিভ পাওয়া যায় তাঁকে। এরপরই হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিন পর তাঁর মৃত্যু হয়েছে।
No comments:
Post a comment