জম্মু কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্করের দুই জঙ্গি
.
এর আগে বুধবার ১৯ ফেব্রুয়ারি পুলওয়ামার হওয়া একটি এনকাউন্টারে তিন জঙ্গিকে খতম করেছিল সেনা। পুলওয়ামার অবন্তীপোরা এলাকায় মঙ্গলবার রাতে এনকাউন্টার শুরু হয়ছিল। মৃত জঙ্গিদের মধ্যে কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী কম্যান্ডার ও ছিল। ওই তিন জঙ্গিদের পরিচয় জাহাঙ্গির রফিক ওয়ানি, রাজা উমর মকবুল ভট আর আহমেদ ভট রুপে হয়েছিল।। পুলিশের বিশেষ টিম জঙ্গিদের নিয়ে গোপন তথ্য পেয়ে অবন্তীপোরায় অভিযান শুরু করেছিল।
.
পুলিশ আর ভারতীয় সেনার একটি সংযুক্ত টিম এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে। এরপর জঙ্গিরা তাঁদের উপর গুলি চালায়, সেনা আর পুলিশের টিমও সেই গুলির যোগ্য জবাব দেয়। সেনার পাল্ট হানায় খতম হয় তিন জঙ্গি। তাঁদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছিল।
No comments:
Post a comment