প্রমান নং ১
খ্রিষ্টান দের বাইবেল নোংরা-অশ্লীল কবিতার বই
******-*******-**************-******
বাইবেল,পরম গীত - অধ্যায় ১।২
চুম্বনে চুম্বনে আমায় ভরিয়ে দাও| কারণ তোমার ভালোবাসা দ্রাক্ষারসের চেয়েও ভাল।
বাইবেল,পরম গীত - অধ্যায় ১।১৩
আমার প্রিয়তম আমার কাছে ভেষজ সুগন্ধির সৌরভের মত- আমার স্তনযুগলের মধ্যে সারাটা রাত্রি ধরে বিরাজিত থাকে|""
বাইবেল, পরম গীত - অধ্যায় ৪।৫
তোমার স্তন দুটি শালুক ফুলের মাঝে চরে বেড়ানো যমজ হরিণ শাবকের মত|""
বাইবেল পরম গীত - অধ্যায় ৮।৮
আমাদের একটি ছোট ভগিনী আছে| এখনও তার স্তন বড় হয় নি| যদি কোন ব্যক্তি তাকে বিবাহ করতে চায় তখন আমাদের ভগিনীর জন্য আমরা কি করবো?
বাইবেল, পরম গীত - অধ্যায় ৮।১০
কিন্তু আমি একটি প্রাচীর- আমার স্তনদ্বয় মিনারের মত| আমি তার চোখে অনুগ্রহ দেখেছি!""
প্রমান নং ২
খ্রিষ্টানদের বাইবেল নোংরা-অশ্লীল কবিতার বই
বাইবেল,পরম গীত - অধ্যায় ৭: ১:১৩
রাজকন্যা, তোমার নাভি, গোলাকার পাত্রের মত- তা যেন সব সময় দ্রাক্ষারসে পূর্ণ থাকে| তোমার উদর দেশ পদ্ম দিয়ে ঘেরা স্তূপীকৃত গমের মত|
রাজকন্যা, তোমার স্তন দুটি গজলা- হরিণের- যমজ- শাবকের, মত|
রাজকন্যা, তুমি তালগাছের মত দীর্ঘ এবং তোমার স্তন দুটি সেই গাছের থোকা থোকা ফলের মত|
আমি সেই গাছে চড়তে চাই- এবং আমি তার ডাল ধরতে চাই| তোমার বক্ষযুগল দ্রাক্ষার থোকার, মত সুগন্ধিময় হোক|
'" এসো প্রিয়তম আমার"",- আমরা মাঠে চলে যাই| এসো আমরা প্রস্ফুটিত হেনা ফুলের মাঝে আমাদের রাত কাটাই|
প্রমান নং ৩
খ্রিষ্টানদের বাইবেলে নোংরা ও অশ্লীল গল্প
*************-*************-*********
বাইবেল,এজেকিয়েল - অধ্যায় ২৩।৩
তারা মিশরে যৌবন কালেই বেশ্যা হয়ে উঠল| মিশরেই প্রথমে তারা প্রেম করল ও পুরুষদের দিয়ে স্তনের বোঁটা টেপাত ও স্তন ধরতে দিত|
বাইবেল,এজেকিয়েল - অধ্যায় ২৩।৫
তারপর অহলা আমার প্রতি অবিশ্বস্তা হল| সেও একজন বেশ্যার মত জীবনযাপন করত| সে তার প্রেমিকদের চাইতে লাগল; নীল পোশাক পরা অশূরীয় সৈন্যদের প্রতি সে কামাসক্তা হল""
বাইবেল,এজেকিয়েল - অধ্যায় ২৩।১৭
তাই ঐসব বাবিলের পুরুষরা তার প্রেম শয্যার পাশে এসে তার সাথে যৌনতা করল| তারা তাকে ব্যবহার করে এত নোংরা করল যে, সে তাদের প্রতি বিরক্ত হয়ে উঠল|
বাইবেল,এজেকিয়েল - অধ্যায় ২৩।১৮
প্রত্যেকেই দেখল যে অহলীবা অবিশ্বস্ত| তার নগ্ন দেহকে সে এত জনকে উপভোগ করতে দিল যে আমি তার প্রতি বিরক্ত হয়ে উঠলাম- যেমন তার বোনের প্রতি হয়েছিলাম|""
বাইবেল, এজেকিয়েল - অধ্যায় ২৩।২০
সে গাধার মত শিশ্ন ও ঘোড়ার মত ভাসিযে দেওয়া বীর্য সম্পন্ন প্রেমিকদের কথা স্মরণ করল|""
বাইবেল,এজেকিয়েল - অধ্যায় ২৩।২১
অহলীবা- তুমি তোমার য়ৌবন কালের স্বপ্ন দেখলে- যে সময় তোমার প্রেমিকরা তোমার স্তনের বোঁটা স্পর্শ করত ও য়ৌবনের স্তন ধরত|।
প্রমান নং ৪
খ্রিষ্টান দের বাইবেল নোংরা-অশ্লীল গল্পের বই
প্রশঙ্গ....পিতা + কন্যার যৌনতা
*****************-*****************
বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮
লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন। একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি।""
রাতে,লোটের বড় মেয়ে,লোটকে মদ খাইয়ে মাতাল বানিয়ে যৌনতা করলো।
পরের রাতে,লোটের ছোট মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে যৌনতা করলো।।
অবশেষে,তারা এক এক পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা"""
**********-*************-***********
বি:দ্র: কোরআন অনুযায়ী লুত আঃ একজন পবিএ নবী। বাইবেল বিকৃত কাহিনী বর্ননা করেছে।।
প্রমান ৫
খ্রিষ্টানদের বাইবেল নোংরা-অশ্লীল গল্পের বই
প্রশঙ্গ...ঈশ্বর পুএ দাউদ + অন্যের স্ত্রীর যৌনতা।
************-*************-**********
বাইবেল, ২ স্যামুয়েল ১১:১-৬
ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক সুন্দরী নারীকে গোসল করতে দেখলেন।এরপর, কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।।
কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল।।দাউদ, ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।। এর পরে ঐ নারী গর্ভবতীও হল।।
দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো ""
*************-********************-**
//New International Version
Then David sent messengers to get her. She came to him, and he slept with her. (Now she was purifying herself from her monthly uncleanness.) Then she went back home//
হাস্যকর হলেও সত্য,খ্রিষ্টান ব্যাখ্যাকরক গনের মতে,ঐ নারী নাকি মাসিক অপবিত্রা থেকে পরিষ্কার হয়েছে,এই অবৈধ যৌনতার কারনে।।
***************-********************
বি:দ্র... কোরআন অনুযায়ী দাউদ আঃ একজন পবিএ নবী।।
.
.
বাইবেল বিকৃত কাহিনী বর্ননা করেছে।।
প্রমান নং ৬
খ্রিষ্টানদের বাইবেল সানি লিয়ন তৈরি করে এবং বাইবেলে অশ্লীল ও নোংরা গল্প
****************-*******************
বাইবেল, আদিপুস্তক - অধ্যায় ৩৮।১৫
যিহূদা সেই পথে যেতে যেতে, বিধবা তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।
বাইবেল, আদিপুস্তক - অধ্যায় ৩৮।১৬
যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?”
বাইবেল, আদিপুস্তক - অধ্যায় ৩৮।১৭
যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|”
নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”
বাইবেল, আদিপুস্তক - অধ্যায় ৩৮।১৮
যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও|” যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল|
তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল
প্রমান ৭
বাইবেল অশ্লীল-নোংরা গল্পের বই
প্রশঙ্গ...মায়ের সাথে যৌনতা
**************-*******************-**
২ স্যামুয়েল ১৬:২০-২৩
অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন।
অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো।
তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল|
অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|"""
**********-*************-**********
প্রমান ৮
খ্রিষ্টানদের বাইবেল অশ্লীল-নোংরা বই
প্রসঙ্গ: বোনকে ধর্ষণ
*****************-****************-
বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪
একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।
অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।
তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল|""
তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|”
তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়|
আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন|
কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো।।"""
**************-*********************-
প্রমান... ৯
খ্রিষ্টানদের বাইবেল নোংরা-অশ্লীল গল্পের বই
প্রশঙ্গ...ভাবি + মায়ের সাথে যৌনতা
*************************-***********
বাইবেল, আদিপুস্তক ৩৮:৮-৯
“যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য।
কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্পাদন করতে না হয়,
সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো""
**************-****************-*****
বাইবেল আদিপুস্তক ৩৫:২২/৪৯:৪
""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""
************-**************-********
প্রমান ১০
খ্রিষ্টানদের বাইবেল অশ্লীল-নোংরা বই
প্রশঙ্গ...নবীরাও উলঙ্গ হয়ে হাটে
*******************-***************
বাইবেল আদি পুস্তক ৯:২০-২৫
নোয়াহ, মদ পান করতেন,
একদিন তিনি মদ পান করে মত্ত হয়ে উলঙ্গ অবস্থায় পরেছিলেন,
তখন তার পুত্ররা বস্ত্র নিয়ে পিছন হেঁটে পিতার কাছে গিয়ে তাঁর দেহ ঢেকে দিল।
কনানের পিতা হাম সেই উলঙ্গ অবস্থায় নিজের পিতাকে দেখে ফেললো| তাঁবুর বাইরে গিয়ে সে কথা ভাইদের বলল|""
**************-****************-****
বাইবেল,ইসাইয়া ২০:২-৩
সেই সময় ঈশ্বর আমোসের পুত্র,নবী যিশাইয়কে বলেন-
""“যাও- তোমার কোমর থেকে কাপড় খুলে উলঙ্গ হয়ে যাও| পা থেকে জুতো খুলে ফেল|”"'
যিশাইয় ঈশ্বরের আদেশ পালন করল| খালি পায়ে- খালি গায়ে উলঙ্গ হয়ে যিশাইয় চারদিকে ঘুরে বেড়াল|
তারপর ঈশ্বর বললেন- “যিশাইয় তিন বছর ধরে খালি পায়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়িযেছে|
এটা মিশর এবং কূশ দেশের কাছে একটা নিদর্শন|
***********-**********************-**
বি:দ্র:...এগুলা বাইবেলের বানোয়াট জালিয়াতি গল্প।।রাস্তায় কোন নবী উলঙ্গ হয়ে হাটবে,তাও ঈশ্বর আদেশ দিবেন।। হাস্যকর
কোরআন অনুযায়ী নূহ আ পবিএ ছিলেন।।
প্রমান... ১১
খ্রিষ্টানদের বাইবেল অশ্লীল-নোংরা গল্পের বই
প্রশঙ্গ..পিতা নিজ কন্যাকে ধর্ষকের হাতে তুলে দিতে চায়
*************-********************-*
খ্রিষ্টানদের বাইবেলে, একজন পিতা, নিজ কন্যাকে ধর্ষকের কাছে তুলে দিতে চায়
***********-*******-*******-********
বাইবেল আদিপুস্তক ১৯:১-৩৮
লোটের" এর বাড়িতে ২ জন মেহমান আসলো।।
তখন সন্ধ্যায়,"সদোম শহরের" লোকেরা "লোটের" বাড়ি ঘিরে পেললো...
এবং তারা বললো,তোমার মেহমানরা কোথায়?..তাদের সাথে অামরা যৌন সহবাস করবো?...
তখন, "লোট" বলল, দেখ- আমার দুটি মেয়ে আছে - কোনও পুরুষ তাদের স্পর্শ করে নি|
তোমাদের জন্যে আমি নিজের কন্যাদের দেব| তোমরা তাদের নিয়ে যা খুশী করতে পারো| কিন্তু দয়া করে এই অতিথি দুজনের প্রতি কিছু করো না| এই দুজন আমার ঘরে এসেছে এবং আমার, অবশ্যই এদের রক্ষা করা উচিত|”
ঐ সেই "লোট" যাকে মদ খাইয়ে মাতাল বানিয়ে,তার ২ মেয়ে যৌনতা করেছিল এবং এক একটা করে পুএ সন্তান জন্ম দিয়েছিল।।।
No comments:
Post a comment